জাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন

এম এ মতিন

এম এ মতিনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এম এ মতিনকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে সাবেক উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

একমাসের মধ্যে বর্তমান সিনেট দিয়ে উপাচার্য প্যানেলের নির্বাচনের নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনটিতে।

গত ১৩ জানুয়ারী উপাচার্য আনোয়ার হোসেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, সাবেক উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে নয় মাস আন্দোলন চালিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

২০১২ সালের ২০ মে অধ্যাপক আনোয়ার হোসেন জাহাঙ্গীর নগরের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে।