খুলনায় ট্রেনে কাটা লাশ উদ্ধার

khulna las

khulna lasখুলনায় ওসিয়ার (৫০) নামে এক ব্যক্তির ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় নগরীর গোয়ালখালী টেম্পুস্ট্যান্ড সংলগ্ন রেল ক্রসিং থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রেল ক্রসিংয়ের পাশে থেতলে যাওয়া একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তাদের ধারণা, রাজশাহী থেকে খুলনাগামী সকালের ট্রেনে কাটা পরে ওসিয়ারের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা আরও জানান, ওসিয়ার ঢাকার ডেমরা থেকে নগরীর কাশিপুর এলাকায় চাচা রিয়াজুলের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।

খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে পৌছানোর প্রক্রিয়া চলছে।

তবে কোন ট্রেনে এ নিহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেন নি এসআই ও খুলনা রেল স্টেশন মাস্টার আমিরুল ইসলাম।