
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আইফোন বিক্রির পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন দ্য ব্রিইবার্ন গ্রুপের বিশেষজ্ঞরা। সংস্থাটির মতে, এই সময়ে অ্যাপলের আইফোন বিক্রির পরিমাণ সাড়ে ৫ কোটি ছাড়িয়ে যেতে পারে।
২৭ জন পেশাদার এবং ১৭ শিক্ষানবীশ গবেষক নিয়ে গঠিত দ্য ব্রিইবার্ন গ্রুপ অ্যাপলের পণ্য সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থাটি জানায়, ২৯ সেপ্টেম্বর থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে অ্যাপলের সম্ভাব্য আইফোন বিক্রির পরিমাণ ৫ কোটি ৫৩ লাখ।
তবে সম্ভাব্য বিক্রি নিয়ে গবেষকরা একমত হতে পারেননি। ফাইজাল কারা নামক এক গবেষকের মতে ,আইফোন বিক্রির সম্ভাব্য পরিমাণ ৫ কোটি ৯৭ লাখ। ইলারি স্কেইনিন নামক আরেক গবেষক জানিয়েছেন এই সময়ের মধ্যে ৫ কোটি আইফোন বিক্রি করতে পারে অ্যাপল।
সংস্থাটির মতে, নতুন দুই মডেল আইফোন-৫সি এবং আইফোন-৫এস বাজারে আসার কারণে আইফোন বিক্রির এই বৃদ্ধি ঘটবে।
সংস্থাটি আরো জানায়, আইফোন এবং আইপ্যাড বিক্রির মাধ্যমে ২০১৩ অর্থবছরে ১৭ হাজার কোটি মার্কিন ডলার আয় করেছে অ্যাপল। যা প্রতিষ্ঠানটির ওই সময়ের মোট আয়ের প্রায় ৭২ শতাংশ।
আগামি ২৭ জানুয়ারি ২০১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে অ্যাপল।