ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হলেও বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে অর্ধশত যাত্রী। বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটেছে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার বড় ব্রীজ সংলগ্ন এলাকায়।
জানা গেছে, সংঘর্ষে কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার ড্রেন বিটে এসে আটকে যাওয়ায় বাস ও ট্রাকটি অল্পের জন্য পাশ্ববর্তী গভীর খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। এতে অর্ধশত যাত্রী প্রাণে রক্ষা পায়। তবে দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার সহ ১০ জন যাত্রী আহত হয়।
যাত্রীরা জানায়, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সার্বিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭১৬৭) দুর্ঘটনাস্থলে আসলে বিপরিত দিক থেকে মাল বোঝাই কাভার্ড ভ্যান (যশোর ট-১১-৩০৫০) এর সাথে ঘন কুয়াশার কারণে মুখোমুখি সংর্ঘষ হয়।
খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় জনতা ঘন্টা ব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করে। কাভার্ড ভ্যানটি রাস্তার উপর থাকায় সড়কের দুই প্রান্তে কয়েক শত যানবাহন আটকা পড়ে যায়।
সাকি/