রাজশাহীতে ডলফিন ক্লিনিককে জরিমানা

rajshahi

rajshahiরাজশাহীতে ডলফিন নামের একটি ক্লিনিককে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রম্যমাণ আদালত দন্ডিত করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহমেদ।

কম আসনে বেশি রোগি রাখা, ডাক্তার ও নার্সের সল্পতাসহ বিভিন্ন অভিযোগে  ক্লিনিককে  আর্থিক এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্লিনিকে ৩০টির স্থলে ৫২টি সিট, তিনজনের স্থলে একজন ডাক্তার, ছয়জনের স্থলে তিনজন নার্স, অপরিচ্ছন্ন পরিবেশ ও অপারেশন থিয়েটারে পর্যাপ্ত আলোর অভাবসহ বিভিন্ন অভিযোগে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, এর আগেও ক্লিনিকটিকে ভ্রাম্যমাণ আদালত আর্থিক জরিমানার করে।

সাকি/