ব্যাংককে জরুরি অবস্থা

thailand state of emergencyরাজধানী ব্যাংকক এবং এর আশে-পাশের এলাকায় ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। খবর বিবিসির।
চলামান রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মন্ত্রিপরিষদের সভা শেষে এই ঘোষণা দেন উপ-প্রধানমন্ত্রী সুরাপং তভিচাকচাইকুল।সুরাপং বলেন, চলমান সহিংসতা বন্ধ করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করছে সরকার।
ঘোষণা অনুযায়ী রাজধানী ব্যাংকক এবং এর আশেপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, জরুরি অবস্থা সময় পুলিশ যে কাউকে সন্দেহজনকভাবে আটক করতে পারবে এবং গণ-মাধ্যমের উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে গত দুই মাসেরও বেশি সময় ধরে থাইল্যান্ডে আন্দোলন চালিয়ে আসছে বিরোধীরা। এরই প্রেক্ষিতে থাই প্রধানমন্ত্রি পদত্যাগ না করে আগামি ২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেন। কিন্তু আন্দোলনকারীরা নির্বাচন প্রত্যাখান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। পরবর্তীতে আন্দোলনকারীরা ব্যাংকক অবরোধের চেষ্টা করলে অচলাবস্থা সৃষ্টি হয় থাইল্যান্ডে।