বোনাস শেয়ার বিওতে পাঠালো ঢাকা ডাইং

  • mukto rani
  • January 21, 2014
  • Comments Off on বোনাস শেয়ার বিওতে পাঠালো ঢাকা ডাইং
dacca-dyeing

dacca-dyeing-150x150পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেক্টারিং কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট বা বিওতে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

কোম্পানিটি ২১ জানুয়ারি মঙ্গলবার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে বোনাস শেয়ারের এই অর্থ পাঠিয়েছে।

 

কোম্পানিটি এর আগে ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থ বছরের ১০ শতাংশ বোনাস লভ্যাংশের ঘোষণা দেয়। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

 

এমআরবি/