
খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকের চাপায় নানী সকিনা বেগম (৪৮) ও নাতি রোমান জামিল (১২) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে খুলনা-যশোর মহাসড়কের এম এম কলেজের সামনে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নানী ও নাতি হেটে বাজারে যাচ্ছিলেন। কলেজের সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে বলে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির জানিয়েছেন।
কেএফ