
আদিবাসীদের উপর হামলা, জুলুম, অত্যাচার, নির্যাতন, জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁওয়ের আদিবাসি সম্প্রদায়।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় আদিবাসি পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আদিবাসি নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসি পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌ., সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, ছাত্র পরিষদের সভাপতি বিষু রাম মুরমু ও ছাত্র নেত্রী অন্জলী বাক্সে। মানববন্ধন কর্মসূচির পূর্বে মানববন্ধন কর্মীরা শহরে র্যালি করে।
বক্তারা অভিযোগ করেন যে, একটি সংঘবদ্ধ চক্র আদিবাসিদের জায়গা জমি দখল করতে তাদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে।
সাকি/