
২০১৩ সালের শেষ প্রান্তিকে ১১৫ কোটি ইউরো লোকসানের মুখোমুখি হয়েছে জার্মানির বৃহত্তম ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ডয়েচ ব্যাংক। রোববার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স বার্তা সংস্থার।
বিবৃতিতে জানানো হয়, মামলা সংক্রান্ত খরচ বেড়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানের আয় ১৬ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে বছরের শেষ প্রান্তিকে ১১৫ কোটি ইউরোর ক্ষতির সম্মুখীন হয়েছে ডয়েচ ব্যাংক।
ডয়েচ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মামালা সংক্রান্ত কাজে ব্যয় হয়েছে প্রায় ৫৩ কোটি ইউরো।
আগামি ২৯ জানুয়ারি ২০১৩ সালের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২০১৩ সালে বেশ কয়েকটি আইনি জটিলতার মুখোমুখি হয়েছিল ডয়েচ ব্যাংক। প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১৯০ কোটি মার্কিন ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি। এছাড়াও সুদের হার নিয়ে কারসাজির জন্য এই প্রতিষ্ঠানকে সাড়ে ৭২ কোটি ইউরো জরিমানা করে ইউরোপিয়ান কমিশন।