
মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জামায়াতের সহকারি সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলা বন্দর শ্মশানঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিহত তারিক মেহেরপুর জেলা জামায়াতের আমির ছমির উদ্দীনের ছেলে।
জানা গেছে, রোববার বেলা তিনটার দিকে শহরের ইসলামী ব্যাংকের নিচ থেকে তাকে আটক করে মেহেরপুর ডিবি ও সদর থানা পুলিশ।
মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরক আইনে নয় মামলার আসামি তারিককে গ্রেপ্তার করা হয়। আটকের পর রাত দুইটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় যৌথবাহিনী। সেখানে ওঁৎ পেতে থাকা জামায়াত-শিবিরের লোকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় ঘটনাস্থলেই তারিক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
নিহত তারিকের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএফ