চিনে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৭ শতাংশ

  • syed baker
  • January 20, 2014
  • Comments Off on চিনে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৭ শতাংশ

china economic growthবিগত বছরে চিনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। সোমবার চিনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
পরিসংখ্যান ব্যুরো জানায়, ২০১৩ সালে চিনের মোট দেশজ উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির এই হার বিগত ১৪ বছরের মধ্য সর্বনিম্ন।
প্রতিষ্ঠানটি আরো জানায়, বছরের শেষ প্রান্তিকে চিনের অর্থনৈতিক অগ্রগতির হার পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় শ্লথ ছিল। ঐ সময়ে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৭ শতাংশ। ২০১৩ সালের ৩য় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮ শতাংশ।
তবে প্রবৃদ্ধির এই হার চিন সরকারের প্রত্যাশার তুলনায় বেশি। ২০১৩ সালের জন্য ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস জানিয়েছিল চিন সরকার।
উল্লেখ্য, চিন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। অর্থনীতিবিদদের মতে, আগামি ২০৩০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেরিয়ে শীর্ষস্থান দখল করতে পারে চিন।