কালকিনিতে ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ীর বসতঘর পুড়িয়েছে দুর্বৃত্তরা

madaripur

madaripur-3মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের মোক্তারেরহাট গ্রামের ছাত্রলীগ নেতা আমির হামজা সিকদার ও একই গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন সিকদারের ২টি বসত ঘরে রবিবার গভীর রাতে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করেছে।

পুলিশ, ক্ষতিগ্রস্থ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিডি খান ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা সিকদারের বসত ঘরে দুর্বৃত্তরা পেট্রেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। টহল পুলিশ ও স্থানীয়রা প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। পুলিশ চলে যাওয়ার পরে দুর্বৃত্তরা আমির হামজার প্রতিবেশি ব্যবসায়ী আলাউদ্দিন সিকদারের বসতঘরেও আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আলামিন (৩২), মহসিন (৪০), রেজাউল (৩৮), কাদের (৬০), সাইদুল (৫০), এবাদুল (৪৫), রাজ্জাক (৮৫), সেলিম (৬০), জাহাঙ্গির (৬০), মজিবর (৬৫), সরোয়ার (৪৫), মনছের (৪০), জালাল (৬০), শিপন (৩০), হারুন (৫০) ও মোচনসহ (৬০) ১৭ জনকে আটক করেছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আমির হামজা সিকদার জানান, দুর্বৃত্তরা রাত ৩টার দিকে পেট্রেল ঢেলে আমার বসতঘরে আগুন দিয়েছে। পরে ওরা আমার প্রতিবেশির বাড়িতেও আগুন দেয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাকি/