হঠাৎ কূপোকাত মন্দ শেয়ার

Digbajiসপ্তাহের প্রথম কার্যদিবসে নাটকীয়ভাবে বাজার নতুন বাঁক নিয়েছে। টানা কয়েক সপ্তাহের উর্ধমুখী ধারার ছেদ ঘটিয়ে ব্যাপক দরপতন হয়েছে দূর্বল মৌলের শেয়ারে।গত কয়েক সপ্তাহ কোনো কারণ ছাড়াই এসব শেয়ারের দর বাড়ছিল। আবার একইভাবে কোনো কারণ ছাড়াই এগুলোর দরপতন হয়েছে।

নতুন সপ্তাহে তুলনামূলক ভাল মৌলের শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। অনেকদিন ধরে নিস্তরঙ্গ অবস্থায় পড়েছিল এসব শেয়ার। দূর্বল শেয়ারগুলোর দাম অনেক বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী সেগুলো বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন। অন্যদিকে ভাল মৌলের অনেক শেয়ারের দাম কম থাকায় এগুলোতে অনেকে বিনিয়োগ করেছেন। এ কারণে বাজার ধারায় এমন পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রোববার দর পতনের শীর্ষে থাকা ১০ কোম্পানির শেয়ারের মধ্যে ৮ টিই রয়েছে তুলনামূলক দূর্বল শেয়ার। দরপতনে শীর্ষে ছিল মেঘনা পেট,দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্স মিল্ক এবং তৃতীয় স্থানে রয়েছে অলটেক্স লিমিটেড। তালিকার বাকী ৭ কোম্পানি হচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রিজ,স্টাইল ক্রাফট,রেনউইক যজ্ঞেশ্বর,ইমাম বাটন,বিএসসিসিএল, রহিমা ফুড ও হাক্কানি পাল্প।

তালিকার শীর্ষে থাকা মেঘনা পেটের দর কমেছে ৯ শতাংশ। খাদ্য খাতের এ কোম্পানিটি জেড ক্যাটাগরিভূক্ত। গত এক দশক ধরে টানা লোকসান দিয়ে আসছে এ কোম্পানি। এ সময়ে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি।

মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের দাম কমেছে ৭.৫ শতাংশ, অলটেক্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও স্টাইল ক্রাফটের শেয়ারের দাম ৬ শতাংশ করে কমেছে। তালিকায় রেনউইক যজ্ঞেশ্বর,ইমাম বাটন, বিএসসিসিএল, রহিমা ফুড ও হাক্কানি পাল্পের শেয়ারের দাম কমেছে ৫ শতাংশ করে।