প্রাণ গাম ও লিভারপুল ফ্যান ক্লাব এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

PRAN Footballপ্রাণ ফুটবল গাম এর সহযোগীতায় লিভারপুল ফুটবল ক্লাব সাপোর্টার্স অব বাংলাদেশ তাদের সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট ‘ক্ল্যাশ অফ দ্য কপাইটস-২’ সম্পন্ন করেছে।

শনিবার রাতে বনানী ক্লাব মাঠে ফাইনালে ফ্লাওয়ার্স রেড প্লাটুন ২-১ গোলে বার্নস লেফট ফুট কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার্স আপ দলের তৌসিফ রাজীব। জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কৃত করেন। ১৭ জানুয়ারি ১২টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হয়।

উল্লেখ্য ‘লিভারপুল ফুটবল ক্লাব সাপোর্টার্স অফ বাংলাদেশ’ লিভারপুল ফুটবল ক্লাব কর্তৃপক্ষ থেকে প্রথম অফিসিয়াল ইউরোপীয় সমর্থকগোষ্ঠী হিসেবে স্বীকৃতি পেয়েছে। (বিজ্ঞপ্তি)

সাকি/