ঝিনাইদহে এসএ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • Emad Buppy
  • January 19, 2014
  • Comments Off on ঝিনাইদহে এসএ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Jhenidah SATV

Jhenidah SATVবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের মতো ঝিনাইদহেও এসএ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার শোভাযাত্রা, কেক টাকা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জানা যায়, রোববার সকাল ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব চত্ত্বর থেকে জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়। এতে ঢাক, ঢোল ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় সাংবাদিক, ক্যাবল অপারেটর, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এসএ টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।

প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুল মাবুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম।

এসএ টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা এসএম কবীর, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক-সম্পাদক আক্কাস আলী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক-সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সম্পাদক শাহিনুর আলম লিটন, ক্যাবল অপারেটর প্রতিনিধি ইসহাক আলী, দৈনিক মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, দি ইণ্ডিপেনডেন্ট ও এশিয়ান টিভির আহমেদ নাসিম আনসারী, সময় টিভির শাহনেওয়াজ খান সুমন, আজকালের খবরের এম.রবিউল ইসলাম রবি, মাই টিভির আনিসুর রহমান মিঠু মালিথা, সাংবাদিক মোস্তফা কামাল, সাজ্জাদ আহমেদ, কাজী আলী আহমেদ লিকু, মঞ্জুরুল আলম, শামীমুল ইসলাম শামীম, আলিফ আবেদীন গুঞ্জন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের প্রথম ফুল এইচডি চ্যানেল এসএ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

কেএফ