
চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গরে নিয়ম না মেনে বিদেশি জাহাজে পণ্য আনা-নেওয়া করার অপরাধে চারটি ইঞ্জিলচালিত নৌকা আটক করেছে কোস্টগার্ড। রোববার বিকেলে কোস্টগার্ডের সদস্যরা তল্লাসি চালিয়ে এসব নৌকা আটক করে।
জানা যায়, আটককৃত নৌকায় জাহাজের টিভি, ফ্রিজসহ কিছু ইলেক্ট্রিক্যাল পণ্য পাওয়ার পাশাপাশি সবজি জাতীয় কিছু পণ্যও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে একটি চক্র জাহাজের এসব পুরাতন জিনিসপত্র ক্রয় এবং জাহাজে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে আসছে।
তবে কেউ আটক না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানা যায় নি বলে জানিয়েছেন কোস্টগার্ড।