
রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে সাধারণ জনগণের অংশগ্রহণ এবং সরকারি পদে অধিষ্ঠিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে আম আদমির জন্ম। প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতে একের পর এক চমক দেখিয়েই চলেছে দিল্লিতে সরকার গঠনকারী এই দল। সর্বশেষ আগামি লোকসভা নির্বাচনে সমাজের অবহেলিত অংশ তথা দিন-মজুরদের প্রার্থী করার ঘোষণা দিয়েছে দলটি। রোববার দলটির শীর্ষস্থানীয় নেতা সোমনাথ ত্রিপাতি এই ঘোষণা দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিহার প্রদেশের হাজীপুর আসনে আম আদমির প্রার্থিতা সম্পর্কে তিনি বলেন, এই আসনে একজন সাধারণ মানুষ আম আদমির হয়ে রাম বিলাস পাসওয়ানের বিরুদ্ধে নির্বাচনে লড়বেন। তিনি হতে পারেন একজন রিকশাচালক কিংবা মুচি।
লোক জনশক্তি দলের নেতা রাম বিলাস পাসওয়ান এই আসনের হেভিওয়েট প্রার্থীদের অন্যতম।
সাধারণত ব্যবসায়ী কিংবা রাজনৈতিকভাবে প্রভাবশালীরাই এতদিন লোকসভা নির্বাচন প্রতিদ্বন্ধিতা করে আসছিলেন।
তাই রিকশা কিংবা দিনমজুরের প্রার্থিতা ভারতের রাজনীতিতে নতুন মোড় বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।