সীতাকুণ্ডে শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা আহত

চট্টগ্রামের সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডচট্টগ্রাম সীতাকুণ্ডের বারো আউলিয়া এলাকায় মো. আজম নামে এক ছাত্রলীগ নেতার হাত,পা ও গলার রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির কমীরা । শনিবার রাত পৌনে ৯ টার দিকে  তার নিজ বাড়ীর সামনে এ হামলার শিকার হন আজম।

আহত মো. আজম স্থনীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

জানাযায়, শনিবার রাত পৌনে নয়টার দিকে আজম বারো আউলিয়া মাজারের সোনাইছড়ি বাজার থেকে  বাড়ীর দিকে যাচ্ছিল। এসময় জামায়াত-শিবিরের ১০-১২ জন ধারালো অস্ত্র দিয়ে আজমের হাত-পা ও গলার রগ কেটে চলে যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত ওসি ইফতেহার উদ্দিন জানান, আজম নামে এক ছাত্রলীগ কর্মীকে হামলায় আহত হয়েছে বলে জানতে পেরেছি । হামলাকারীরা জামায়াত শিবিরের কর্মী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে । তবে ঘটনাস্থল পর্যবেক্ষণ ও তদন্ত না করে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে না।