
প্রেমিক হারমান বোয়েজা কিংবা নিজের রিলেশনশিফ স্ট্যাটাস নিয়ে কথা না বললেও বলিউড অভিনেত্রী বিপাশা বসু জানিয়েছেন, বাঙালি রীতিতেই বিয়ে করবেন তিনি। সম্প্রতি নিজের তিন নাম্বার ফিটনেস ভিডিও উন্মোচন অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী এমন মন্তব্য করেন।
‘জিসম’, ‘করপোরেট’ ও ‘নো এন্ট্রি’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া বিপাশা বলেন, যখনই বিয়ে করব তা বাঙালি রীতিতেই করব। বাঙালি রীতিতে বিয়ে না করলে আমার মা বিয়েতে আসবে না। সে আমাকে এ ব্যাপারে সতর্কও করে দিয়েছে। তাই নিশ্চিতভাবেই আমি বাঙালি রীতিতেই বিয়ে করছি।
সম্প্রতি বিপাশার সাবেক প্রেমিক জন আব্রাহাম প্রেমিকা প্রিয়া রাঁচালকে বিয়ে করেন। এরপরেই গুঞ্জন ওঠে খুব শিগগির বিয়ে করছেন বিপাশা। তবে এ সম্পর্কে এখনো কোনো ঘোষণা আসেনি বিপাশার কাছ থেকে। সাবেক প্রেমিকের বিয়ে নিয়েও কোনো মন্তব্য করেন নি তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।