
ফরিদপুর নগরকান্দার কাইচাইল ইউনিয়নের শোলপুর গ্রাম থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।
নগরকান্দা থানার এসআই আবুল কালাম আজাদ জানায়, শুক্রবার কাইচাইল ইউনিয়নের শোলপুর গ্রামের রফিকের বাড়ির পাশের একটি ডোবার মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয় এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। নিহত ব্যক্তিকে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
কেএফ