
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে র্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
শনিবার স্থানীয় প্রেসক্লাব থেকে র্যালি বের করে শহর প্রদক্ষিণ করা হয়।
পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস।
এ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সাদেক কোরাইশী,আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.আব্দুল হালিম, প্রেসক্লাব সভাপতি আখতার হোসেন রাজা, সিভিল সার্জন ডা.আবু মোহাম্মদ খয়রুল কবির, ইএসডিও নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদুজ্জামান, এশিয়ান টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নবীন হাসান এবং অন্যরা।