সুচিত্রা সেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • Emad Buppy
  • January 17, 2014
  • Comments Off on সুচিত্রা সেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
Suchitra-Sen

Suchitra-Senবাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে পৃথক পৃথক বাণীতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেসের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম বলেন, ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুচিত্রা সেনের অভিনয়-নৈপূন্যের একনিষ্ঠ অনুরাগী ছিলেন।  প্রধানমন্ত্রী তার শোক বার্তায় বলেন, বাঙালি হারাল এক চিরায়ত কন্যা, জায়া, জননীর আটপৌরে প্রতিভাকে। বাংলাদেশের এই গুনী শিল্পীর প্রতিভা  আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অভিনয়-নৈপূন্য থেকে বাংলাদেশের চলচ্চিত্র অনেক কিছু শিখেছে ও অর্জন করেছে।