রাজশাহীতে ভেজালবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • Emad Buppy
  • January 17, 2014
  • Comments Off on রাজশাহীতে ভেজালবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
rajshahi

rajshahiরাজশাহী মহানগরীতে ভেজালবিরোধী অভিযানে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার মহানগরীর বোয়ালিয়া থানার বোসপাড়া ও সাগরপাড়া এলাকার দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করে।

জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক সুকুমার চন্দ্র কুন্ডু।

সুকুমার কুন্ডু জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করার দায়ে বোসপাড়া এলাকার মেসার্স হোমিও রিসার্চ অ্যান্ড বডি কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই অভিযানে একই আভিযোগে সাগরপাড়া এলাকার মেসার্স রাজশাহী বাজার ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বোসপাড়া এলাকায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে মালিকদের ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়। এই অভিযানে আরএমপি, বিএসটিআই ও ক্যাব প্রতিনিধি অংশ নেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি  জানান।

কেএফ