
দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে রাত ২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে শুক্রবার মধ্য রাত থেকে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছিল।তাই দুর্ঘটনা এড়াতে রাতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটে তীব্র যানজটরে সৃষ্টি হয়।পাটুরিয়া ঘাটে যানবাহনের লাইন দীর্ঘ তিন কিলোমিটার ছাড়িয়ে যায়। তীব্র শীত ও কুয়াশার কারণে এ সময় ঘাটে চরম দুর্ভোগে পরে যাত্রীরা।
কেএফ