কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বি ইউনিটের এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের নিকটবর্তী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ প্রতিটি পরীক্ষা কেন্দ্র মুখরিত ছিল ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভিড়ে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস থেকে শুরু করে কোটবাড়ী বিশ্বরোড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে একই দিন অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকাসহ দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আলী আশরাফ জানান, পরীক্ষার্থীর উপস্থিতি শতকরা প্রায় ৭০ থেকে ৭৫ ভাগ হবে।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি কমিটির সভাপতি ড. আলী আশরাফ, রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ তৌহিদুল ইসলাম, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ড. জাকির ছায়াদ উল্লাহ খান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. আহসান উল্যাহ, বিবিএ ফ্যাকাল্টির ডীন ড. বিশ্বজিত চন্দ্র দেব, প্রক্টর মোঃ আইনুল হক, অর্থনীতি বিভাগের শিক্ষক কাজী কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি ড. আলী আশরাফ বলেন, দেশের চলমান অস্থিরতার কারণে তিনবার আমরা ভর্তি পরীক্ষা পেছাতে বাধ্য হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সাথে সাথে পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। এই সফলতা অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। তবে শিগগিরই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।