
পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার পর থেকেই চলছে ষাড়-ভাল্লুকের লড়াই। একবার সূচক উঠছে তো আর একবার সূচক নামছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর তালিকায় একবার গেইনারের সংখ্যা বাড়ছে তো, কিছুক্ষণ পর আবার কমছে।
বেলা সাড়ে বার টার সময় ডিএসইএক্স এবং সিএসই সার্বিক সূচক বেশি থাকলেও বেলা সাড়ে এগারটার দিকে একবারেই নেমে যায় উভয় সূচক।
সাড়ে বারটায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২৯০কোটি ২৩ লাখ। ডিএসইএক্স সূচক বেড়েছে ছয় পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ।ডিএসইএক্স সূচক অবস্থান করছে চার হাজার ৫০০ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশের বেশি বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৮৩ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৫৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৮৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯ টির কমেছে ৮১ টির এবং অপরিবতির্ত রয়েছে ২৮ টির।
এমআরবি/