ঊর্ধ্বগতিতে পুঁজিবাজার

DSE-UP-4400-728x387সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু হয়েছে।বেলা এগারটা পর্যন্ত ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এ সময় পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে আধা ঘন্টায় লেনদেন হয়েছে একশ কোটির কাছাকাছি। লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে এই সময়ের মধ্যে।ডিএসইএক্স সূচক বেড়েছে পনেরো পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশের বেশি।ডিএসইএক্স সূচক অবস্থান করছে চার হাজার ৫০৯ পয়েন্টে।ডিএস৩০ সূচক সাত পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশের বেশি বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৯০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ২২৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪ টির কমেছে ৫৮ টির এবং অপরিবতির্ত রয়েছে ৩৩ টির।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৭০ পয়েন্টে। লেনদেন হয়েছে ১০৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির কমেছে ৩৬ টির এবং অপরিবতির্ত রয়েছে ১৮ টির।

এমআরবি/