
হিলি সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৪ জনকে আটকের ১ দিন পর বিজিবির কাছে হস্তান্তর করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চেকপোষ্ট গেটে বিজিবি হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল মান্নান এর কাছে হস্তান্তর করে ভারত হিলি বিএসএফ কোম্পানী কমান্ডার সংগ্রাম বিশওয়াল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা লস্কর, থানা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশ।
বিজিবি জানায়, আটককৃত ৪ জন গতকাল বুধবার সন্ধ্যায় হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে।
এদিকে আটককৃতরা জানান, দালাল বরুনকে ২৫শ টাকা দিয়ে তারা ভারতের বালুরঘাটে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। আটককৃতরা হলেন- ললিতা (৪০), সাগর (৬), টুম্পা (১২), উরমিলা হালদার (৪৫)। এদের সকলের বাড়ি পাবনা জেলার চাটমহল উপজেলা সদরে।
সাকি/