একজন বাদশাহ, আরেকজন শাহেনশাহ। বলিউডের এভারেস্ট-কিলিমাঞ্জারোকে একসাথে দেখার সৌভাগ্য খুব কমই হয়েছে ভক্তদের। গুরু অমিতাভের ডন চরিত্রে লাভার বয় শাহরুখের অভিনয় নিয়ে দ্বন্ধের শুরু। এরপর কত জল ঘোলা হল, কত জল মহিষে খেলো। শাহরুখ বিষয়ে অমিতাভের ট্যারা রোগ কখনো সোজা হয়নি। হালের খবর হল বরফ গলতে শুরু করেছে। বিগ বি জানিয়েছেন, এসআরকের সাথে ভবিষ্যতে এক স্টেজে এমনকি এক পর্দায় অভিনয় করতে আপত্তি নেই তার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
দুজনের সীমান্তে অনাকাঙ্কিত টানা-পোড়েনের কারণে শাহরুখের সাথে সদ্য অনুষ্ঠিত স্ক্রিন অ্যাওয়ার্ডে স্টেজ পারফর্মে না করেছিলেন অমিতাভ। কিন্তু ভবিষ্যতে এই সুযোগ পেলে মিস করবেন না বলে জানিয়েছেন তিনি। অমিতাভ বলেন, আমি আশা করি শাহরুখের সাথে একসাথে অভিনয় করব।
উল্লেখ্য, এখনও পর্যন্ত কাভি খুশি কাভি গাম, কাভি আলবিদা না কেহে না এবং মোহাব্বাতে ছবিতে একই সাথে অভিনয় করেছিলেন অমিতাভ এবং শাহরুখ।
- syed baker
- January 16, 2014
- Comments Off on শাহরুখ-অমিতাভ বরফ গলছে