যশোরে যুবলীগ নেতা নিহত

rafiqul islam

rafiqul islamযশোরে রফিকুল ইসলাম শিপন নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে শহরের ঘোপ বেলতলা মোড়ে এ হত্যাকাণ্ড ঘটায় তারা।

নিহত রফিকুল ইসলাম যশোর শহর যুবলীগের সাংগঠনিক-সম্পাদক। তিনি শহরের ঘোপ ধানপট্টির বাসিন্দা নূর ইসলামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী এবং হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে শিপন তার কয়েকজন বন্ধুসহ বেলতলায় একটি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল করে সাত/আট জন লোক এসে তাকে পর পর দুইরাউণ্ড গুলি করলে তার মাথায় ও বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয় এলাকাবাসী শিপনকে উদ্ধার করে যশোর মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।