প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন শূন্য ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া আসন (রংপুর-৬)শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

গেজেটে বলা হয়, প্রধানমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করায় ৮ জানুয়ারি থেকে তার নির্বাচিত আসনটি শূন্য ঘোষণা করা হলো

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ ও রংপুর ৬ আসনে প্রতিদ্বন্দীতা করেন।

গোপালগঞ্জ-৩ আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি নৌকা প্রতীকে মোট ১ লাখ ৮৭ হাজার ১৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এজেড অপু শেখ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪৩০ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ১ লাখ ৪৩ হাজার ৬৩০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন জাতীয় পার্টির নূর আলম যাদু।