
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ফজলুল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেয়।
সংবর্ধনার জবাবে সংসদ সদস্য সোহরাব উদ্দিন বলেন, ভ্রান্ত রাজনীতির কারণে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল নির্বাচনে না এসে দেশে সহিংস রাজনীতি করে যাচ্ছে। তারা আন্দোলনের নামে দেশের সাধারণ মানুষকে হত্যা করেই চলেছে। তাই আগামী দিনে আওয়ামী লীগসহ দেশের সকল প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা হিসেবে গড়ে তুলতে হবে। এসময় তিনি এলাকার উন্নয়নে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সংবর্ধনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এ এফ এম ওবায়দুল্লাহ, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন স্বপন, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইনউদ্দিন, অধ্যক্ষ কফিল উদ্দিন প্রমুখ।
সাকি/