প্রায় তিন মাস পর রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি দলীয় কার্যালয়ে আসেন।
এদিকে বেলা সাড়ে এগারটার সময় দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শামীমুর রহমান শাহিন ও যুব দলের ভাইস প্রসিডেন্ট আবদুস সালাম আজাদ কার্যালয়ে প্রবেশ করেন। পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে এলে ৮-১০ জন নেতাকর্মীসহ তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
এসময় দলের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, সমঝোতার উদ্যোগ সরকারকেই নিতে হবে। গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের নি:শর্ত মুক্তি দিলে আমরা আলোচনায় বসতে রাজি আছি।
প্রসঙ্গত, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন।
এমআর/