জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৮ জানুয়ারি থেকে আগামি ৩০ জুন ২০১৪ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সপ্তাহে ৬ দিন খোলা থাকবে। সেশনজট নিরসন এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার জন্য ছয় দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ৬০ তম সিন্ডিকেট সভায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পরিবর্তে শুধুমাত্র শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিন্ডিকেট সূত্রে জানা গেছে।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক আশরাফ-উল-আলম জানান, সবার মতামতের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেএফ