খুলেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

ছবি: ফাইল ছবি

ছবি: ফাইল ছবিপুলিশের বাঁধা ছাড়াই নয়াপলাটনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শামীমুর রহমান শাহিন ও যুব দলের ভাইস প্রসিডেন্ট আবদুস সালাম আজাদ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় তারা  দলের কার্যালয়ে প্রবেশ করেন।

কার্যালয়ে প্রবেশের পর তাদের পক্ষ  থেকে আসাদুল করিম শা্হিন সাংবাদিকদের বলেন,  আমরা আশা করছি সরকার  অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের অবাধে যাতায়াতের অধিকার অক্ষুন্ন রাখবেন। প্রায় ৪৭ দিন পর আমরা কার্যালয়ে দলীয় কার্যক্রম আবারো শুরু করতে যাচ্ছি। কার্যক্রম হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক।

কার্যালয়ের  সামনে সাদা পোশাকে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান, তাদেরকে না আটকানোর জন্য ওপর থেকে নির্দেশ দেওয়া আছে।

প্রসঙ্গত, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে পুলিশী প্রহরায় বিএনপি অফিস অবরুদ্ধ ছিল। প্রায় দু’মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার সন্ধ্যায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদে শরীক হন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় আজ দলের সহ দপ্তর সম্পাদক ও  দলের অঙ্গ সংগঠনের নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন।

এমআর/