আগাম জামিন পেলেন মির্জা ফখরুল

fakrul

মির্জা ফখরুল ইসলাম আলমগীরপুলিশের প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত অবরোধের সময় নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে আগাম জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মির্জা ফখরুলের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী

এর আগে, মির্জা ফখরুল আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।