
অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ২০১৭ সালের মধ্যে সরকারি ব্যয় ৫ হাজার কোটি ইউরো কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। গতকাল দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ নতুন বছর উপলক্ষ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন। খবর এপি বার্তা সংস্থার।
ওলাদ বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১৫ থকে ২০১৭ সালের মধ্যে সরকারি ব্যয় ৫ হাজার ইউরো হ্রাস করা হবে। এই অর্থ ফ্রান্স সরকারের ব্যয় বাজেটের ৪ শতাংশ। তিনি আরো জানান, আমরা ২০১৪ সালে দেড় হাজার কোটি ইউরোর সরকারি ব্যয় হ্রাস করার চেষ্টা করছি।
গত কয়েক বছরে দুই বার অর্থনৈতিক মন্দায় মুখোমুখি হয়েছে ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ ফ্রান্স। তাই বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করতে অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এই লক্ষ্যে ২০১৭ সালের মধ্যে ৩ হাজার ইউরোর পে-রোল ট্যাক্সের মওকুফের কথা জানান তিনি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মীদের বেতন দেয়ার সময় পে-রোল ট্যাক্স পরিশোধ করে থাকে।