
মার্কিন গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মটরস তার লভ্যাংশের টাকা পরিশোধের ঘোষণা দিয়েছে। ২০০৮ সালের জুলাই মাসের পর এই প্রথম কোম্পানিটি শেয়ার প্রতি ৩০ শতাংশ লভ্যাংশ পরিশোধ করবে বলে জানিয়েছে। খবর – বিবিসি নিউজ ও রয়টার্সের।
২০০৯ সালের অর্থনৈতিক মন্দায় জেনারেল মটরসের দেউলিয়া হওয়ার অবস্থা হয়েছিলো। সাম্প্রতিককালে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠা এই কোম্পানির তরফ থেকে গতকাল ১৪ জানুয়ারি মঙ্গলবার জানানো হয়েছে, ২০১৩ সালে কোম্পানিটি ৯ দশমিক ৭১ মিলিয়ন গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে। ২০১২ সালের তুলনায় যা ৪ শতাংশ বেশি।
জেনারেল মটরসের ফিন্যান্সিয়াল অফিসার ড্যান আম্মান এক বিবৃতিতে বলেন, শেয়ার-হোল্ডারদের তিন চতুর্থাংশ লভ্যাংশ পরিশোধ করা হবে। লাভজনক ভবিষ্যতের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেনারেল মটরস চিন ও যুক্তরাষ্ট্রের বৃহৎ বাজারে রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রির ধারা আগামি দিনগুলোতে বজায় রাখার জন্য লভ্যাংশ পরিশোধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।