লভ্যাংশ পরিশোধ করবে জেনারেল মটরস

General-Motorsমার্কিন গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মটরস তার লভ্যাংশের টাকা পরিশোধের ঘোষণা দিয়েছে। ২০০৮ সালের জুলাই মাসের পর এই প্রথম কোম্পানিটি শেয়ার প্রতি ৩০ শতাংশ লভ্যাংশ পরিশোধ করবে বলে জানিয়েছে। খবর বিবিসি নিউজ ও রয়টার্সের।

২০০৯ সালের অর্থনৈতিক মন্দায় জেনারেল মটরসের দেউলিয়া হওয়ার অবস্থা হয়েছিলো। সাম্প্রতিককালে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠা এই কোম্পানির তরফ থেকে গতকাল ১৪ জানুয়ারি মঙ্গলবার জানানো হয়েছে, ২০১৩ সালে কোম্পানিটি ৯ দশমিক ৭১ মিলিয়ন গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে। ২০১২ সালের তুলনায় যা ৪ শতাংশ বেশি।

জেনারেল মটরসের ফিন্যান্সিয়াল অফিসার ড্যান আম্মান এক বিবৃতিতে বলেন, শেয়ার-হোল্ডারদের তিন চতুর্থাংশ লভ্যাংশ পরিশোধ করা হবে। লাভজনক ভবিষ্যতের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেনারেল মটরস চিন ও যুক্তরাষ্ট্রের বৃহৎ বাজারে রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রির ধারা আগামি দিনগুলোতে বজায় রাখার জন্য লভ্যাংশ পরিশোধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।