
রূপালি লাইফ ইন্স্যুরেন্সের অগ্রাধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ারের রের্কড ডেটের কারণে আগামিকাল বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকবে। রাইট শেয়াররের কারণে ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই শেয়ারের লেনদেন স্পট মর্কেটে হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৩তম সভায় রূপালি লাইফের রাইট শেয়ার অনুমোদন করে।
জানা যায়, কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির শেয়ারগুলোর মধ্যে ৪৭ দশমিক ৮১ শতাংশ রয়েছে পরিচালকদের, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে তিন দশমিক ৯৮ শতাংশ এবং ৪৮ দশমিক ২১ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এমআরবি/