ভাংচুর মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আটক

আটকদিনাজপুর হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী পারুল নাহার ট্রাক ভাংচুরের মামলায় জামিন নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে।

বুধবার দুপুরে দিনাজপুর জেলা দ্রুত বিচার আদালতের জামিন নিতে গিয়ে তিনি গ্রেফতার হন।

হাকিমপুর পৌর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম জানান, বুধবার দুপুরে দিনাজপুর দ্রুত বিচার আদালতে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে ট্রাক ভাংচুরের মামলার আসামী হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আদালতের দায়িত্বে নিয়োজিত  বিচারক তৌহিদুল ইসলাম চৌধুরী তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিকেলে পুলিশ পারুল নাহারকে দিনাজপুর জেলা কারাগারে পাঠিয়ে দেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর হিলি স্থলবন্দরে পানামা পোর্ট লিংক সামনে দুটি ট্রাক ভাংচুরের মামলায় ট্রাকের মালিক হারুনুর রশীদ বাদী হয়ে হাকিমপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলা তদন্ত করে ২৩ জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট পেশ করে করেন। বিচারক পুলিশের চার্জশীট গ্রহণ করে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।