বারবেরির আয় বেড়েছে ১৪ শতাংশ

burberry২০১৩ সালের শেষ প্রান্তিকে ফ্যাশন জায়ান্ট বারবেরির লাভের পরিমাণ ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি লন্ডন ভিত্তিক কোম্পানিটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

ঐ প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে বারবেরির আয়ের পরিমাণ ৬৩ কোটি ৫০ লাখ ইউরো, যা জুলাই থেকে আগস্টের আয়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। বারবেরি জানায়, এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খুচরা বিক্রয় বৃদ্ধির কারণে বছরের শেষ প্রান্তিকে আয়ের এই উন্নতি ঘটেছে।

ক্লিক অ্যান্ড কালেক্ট কার্যক্রমের আওতায় ইন্টারনেটে পণ্য বিক্রির পরিমাণও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে বলেও জানায় বারবেরি।

উল্লেখ্য, পৃথিবীর ৭৭তম গুরুত্বপূর্ণ ব্রান্ড বারবেরি প্রধানত রেইনকোট এবং চামড়ার ফ্যাশন সামগ্রী উৎপাদন করে থাকে। ২০১২ সালে এই কোম্পানির মোট লাভের পরিমাণ ১৮৫ কোটি ইউরো ছাড়িয়ে যায়।