ফরিদপুরে পৌর এলাকার মধ্যে অবৈধভাবে ইট-ভাটা স্থাপন করার দায়ে ভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রামমান আলাদত।
বুধবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন শিবলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শহরের রাজবাড়ী রাস্তার মোড়ের লুৎফুন নেছা ব্রিকসকে এ জরিমানা করেন ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন শিবলী জানান, ফরিদপুর পৌর এলাকার মধ্যে গড়ে ওঠা তিনটি ইট-ভাটা দুটি আগেই বন্ধ করা হয়েছে । কিন্তু লুৎফুন নেছা ব্রিকস আইন অমান্য করে ইট তৈরির চালু রাখায় তাদের এ জরিমানা করা হয় ।
এছাড়াও একই আদালত শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অশ্লীল পোষ্টার লাগানো দায়ে বনলতা সিনেমা হল কর্তৃপক্ষকে পাচ হাজার টাকা জরিমানা করেন।