
চট্টগ্রাম কর্ণফূলী এলাকা থেকে অবৈধভাবে আনা দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোষ্টগার্ড। বুধবার দুপুরে থাইল্যান্ড থেকে আসা শাহ আমানত এমভি-৩১ ও এফবি সুনেরা-১ নামে এ দুটি ট্রলারকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে কর্নফূলী নদী থেকে এই ট্রলার দু’টিকে আটক করে বলে জানিয়েছে কোষ্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার মিজান।
কোষ্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার মিজান অর্থসূচককে বলেন, তৈয়বুল্লাহ ও তাজ উদ্দিন নামে দুই আমদানিকারক নাম পরিবর্তন করে সরকারি কোনো নিয়ম না মেনে থাইল্যান্ড থেকে এ দুটি মাছ ধরার ট্রলার আমদানি করে আনে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ট্রলার দু’টিকে আটক করে তা চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি।
আটক হওয়া ট্রলার ও আমদানিকারক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এ বিষয়ে মামলা করা হবে বলেও জানান তিনি।