কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সঘর্ষ; নিহত ২

  • Emad Buppy
  • January 15, 2014
  • Comments Off on কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সঘর্ষ; নিহত ২
comilla

comillaকুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। বুধবার সকালে বারপাড়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের মো. রুহুল আমিন (৫৫)এবং দাউদকান্দির মালাখালা গ্রামের আবদুল মতিন (৫৬)। তারা দুজনেই দিনমজুর বলে জানা যায়।

এ সময় দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন জন আহত হয়। আহতদের গৌরীপুর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের এসআই মো. রইছ উদ্দিন জানান, আজ সকালের দিকে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি বারপাড়ার দিকে যাচ্ছিল। আর কাভার্ডভ্যানটি যাচ্ছিল চট্টগ্রামের দিকে। এক পর্যায়ে কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।