
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বুধবার থেকে সব ধরণের ক্লাস পরীক্ষা ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির পর আবার আগামি ২৩ জানুয়ারি থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, ২০১৩-১৪ সম্মান (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর তাই মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে তারা।
ভর্তিচ্ছুদের সার্বিক সুবিধার্থে ১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামি ২৩ জানুয়ারি থেকে আবার যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে।