আবারও নৌমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মাদারীপুরে মিষ্টি বিতরণ

  • Emad Buppy
  • January 15, 2014
  • Comments Off on আবারও নৌমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মাদারীপুরে মিষ্টি বিতরণ
madaripur

madaripurদশম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীসভায় আবারও শাজাহান খান নৌপরিবহণমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বুধবার সকালে মাদারীপুরে মিষ্টি বিতরণ করা হয়েছে।

মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির আহবায়ক, প্রেসক্লাবের আহবায়ক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবিএম বজলুর রহমান রুমি মন্টু খানের উদ্যোগে সুবর্ণগ্রাম কার্যালয়ে এই মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পেয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খান, দুধখালীর চেয়াম্যান মিজানুর রহমান, কুনিয়ার চেয়ারম্যান ছালাম খান, কালিকাপুরের সাবেক চেয়ারম্যান এজাজ আকন, ঝাউদির চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল প্রমুখ।

কালকিনি সাব-রেজিস্ট্রি অফিসে ভূঁয়া দাতা দলিল লেখক দিয়ে  ৩ কোটি টাকার দলিল নিয়ে তোলপাড়।