সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

  • Emad Buppy
  • January 14, 2014
  • Comments Off on সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

khunঢাকার অদূরে সাভারের চাপাইন মহল্লায় রহমান আলী (২৪) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা খুন হয়েছেন। সোমবার রাতে তিনি খুন হয়েছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

নিহত রহমান আলী স্বেচ্ছাসেবক দলের সাভার থানার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।তিনি চাপাইন মহল্লার কুটু মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে চাপাইন মহল্লায় একটি বিলের পাশে রহমান আলীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে।

নিহতের বড় ভাই আজমত হোসেন জানান, রহমান সিআরবির স্টোর কিপার ছিলেন এবং বিএনপরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সাভার থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি.) মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল বলে জানা গেছে।

কেএফ