মন্দির ও বিএনপি অফিসসহ ৮টি প্রতিষ্ঠানে আগুন

  • Emad Buppy
  • January 14, 2014
  • Comments Off on মন্দির ও বিএনপি অফিসসহ ৮টি প্রতিষ্ঠানে আগুন
kushtiya

kushtiyaকুষ্টিয়ার মিরপুরে মন্দির ও বিএনপি অফিসসহ ৮টি প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে মিরপুর বাসস্ট্যান্ডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

এ সময়ে আগুনের লেলিহান শিখায় ওই মার্কেটের আরও ৬টি প্রতিষ্ঠান পুড়ে যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস  অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে উপজেলা বিএনপির কার্যালয়, ওলিউর রহমানের ট্রেইলার্স, মিজানুর রহমানের দোকান, আব্দুল আউয়ালের মুদি স্টোর, সালেহীন কবির মুসার শেখ এন্টারপ্রাইজ, এম এ রশিদ চৌধুরী ইনুর হার্ডওয়্যার, এরশাদ আলীর কাঠের দোকান পুড়ে যায়।

এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রহমত আলী রব্বান জানান, আওয়ামী লীগের ক্যাডাররা পরিকল্পিতভাবে বিএনপি’র কার্যালয় আগুন দিয়েছে। এ সময়ে বিএনপি’র কার্যালয়ের অর্ধশত চেয়ার, টেবিল, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছবিসহ বেশ কিছু ছবি পুড়ে যায়। পরে দুর্বৃত্তরা ফুলবাড়ীয়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে সার্বজনীন পূজা মন্দিরে অগ্নিসংযোগ করে। এতে মন্দিরের আংশিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস।

এ ব্যাপারে  ফায়ার সার্ভিস অ্যান্ড সির্ভিল ডিফেন্স স্টেশন অফিসার আলম হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ পরিষ্কারভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে অবকাঠামো ও মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা বলে তিনি জানান।

কেএফ