
প্রায় দু’মাস কার্যক্রম ব্ন্ধ থাকার পর বিএনপি কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বন্ধ অফিস খুলতে যাচ্ছে বিএনপি।
দলের একাধিক সূত্রে জানা হেছে, মঙ্গলবার বাদ আসর রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে ।
প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর দিবাগত রাত চারটায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে প্রায় দীর্ঘ দু’মাস ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার আতংকে দলের অন্যান্য নেতা-কর্মীরাও কার্যালয়ে যাননি।
এমআর/